কুমিল্লা জেলা শহরের চান্দিনা উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার রসুলপুর গ্রাম থেকে শরিফ হোসেন (১৮) নামে ওই তরুণকে গ্রেফতার করা হয়।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) তাছলিমা শিকদার জানান, গত রোববার রাতে কিশোরী ধর্ষণের শিকার হয় দাবি করে তার মা মামলা করেছেন। কিশোরী এখন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। মামলার পর অভিযান চালিয়ে শরিফকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মামলার বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) জানান, কিশোরী ও শরিফ একই বাড়ির বাসিন্দা। শরিফ দীর্ঘদিন ধরে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় শরিফ বিভিন্ন সময় কিশোরীকে উত্ত্যক্ত করতেন।
গত রবিবার রাত ১০টায় পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে শরিফ কিশোরীকে একটি পুকুরপাড়ে হাত-পা বেঁধে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালান। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে শরিফ তাকে পাশের একটি বাড়িতে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।