রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

‘বিদেশে গিয়ে হিন্দুরাও গরুর মাংস খায় ’: লালু প্রসাদ


ভারতে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন, ‘বিদেশে গিয়ে হিন্দুরাও গরুর মাংস খায়’।
লালু প্রসাদ যাদব মন্তব্য করেন, ‘গরুর মাংস খাওয়ার ইস্যুকে সাম্প্রদায়িক চেহারা দেয়ার চেষ্টা করছে আরএসএস–বিজেপি। বিদেশে গিয়ে অনেকেই এমনকি হিন্দুরাও গরুর মাংস খায়।’
লালু প্রসাদ যাদব উত্তরপ্রদেশের দাদরিতে গরুর মাংস খাওয়া এবং তা বাসায় রাখার অপবাদ দিয়ে এক মুসলিম প্রবীণ ব্যক্তিকে হত্যা করা প্রসঙ্গে মন্তব্য করে শনিবার বলেন, ‘কে কি খাবে এজন্য কাউকে হত্যা করা উচিত নয়। এটা সাম্প্রদায়িক সহিংসতা। বিজেপি এ ধরণের সহিংসতা ছড়ানোর জন্য দায়ী।
তিনি বলেন, ‘হিন্দুরা কি ‘বিফ’ খায় না? যে গোশত খায়, তার জন্য ‘বিফ’ এবং ছাগলের গোশতের মধ্যে পার্থক্য কি?’
লালু প্রসাদের দাবি, ‘বিফ খাওয়া উচিত নয়, কারণ স্বাস্থ্যের পক্ষে তা ভাল নয়। এ থেকে অনেক রোগও হয়। যদিও তার মানে এই নয় যে, যদি কেউ ‘বিফ’ খায় তাহলে তাকে হত্যা করতে হবে।’
লালু প্রসাদের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, ‘হিন্দুরা গরু পালক। তারা কখনো গরুর গোশত খায় না। ভোটের জন্য লালুপ্রসাদ হিন্দুদের বদনাম করছেন। তিনি ওই মন্তব্য প্রত্যাহার না করলে তার বাড়ি থেকেই আন্দোলন শুরু করা হবে।’
পরে অবশ্য লালু প্রসাদ দাবি করেন হিন্দুরাও গরুর গোশত খায় এমন কথা তিনি বলেননি। একটি নিউজ চ্যানেলকে লালু প্রসাদ বলেন, শুধু গরুর গোশত নয়, অন্য পশুর গোশতও ‘বিফ’।
গিরিরাজের সমালোচনা প্রসঙ্গে লালু প্রসাদ যাদব বলেন, ‘আমি বলেছি হিন্দু ‘বিফ’ খেয়ে থাকে, আমি এটা বলিনি যে গরুর গোশত খায়। আমি আমার মন্তব্যে অটল রয়েছি। গিরিরাজ সিং কি হিন্দুদের ঠিকাদার?’ ইন্ডিয়ান এক্সপ্রেস