মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

মিস কসমোপলিটানে বাংলাদেশের অপ্সরা

চলতি বছর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে মিস কসমোপলিটান ওয়ার্ল্ড প্রতিযোগিতা। এ আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বাংলাদেশের অপ্সরা আলি। এই আয়োজনে মিস পপুলারিটি নির্বাচন করা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। যার ছবিতে বেশি লাইক পড়বে, তিনিই যাবেন এগিয়ে। bg_opsora_607944901পাশাপাশি ভোট দেওয়া যাচ্ছে প্রিয় প্রতিযোগীকে। গ্র্যান্ড ফিনালের সময় সব ভোট একত্রিত করে শতকরা হারে বিজয় মুকুট জয়ে এগিয়ে যাবেন একজন প্রতিযোগী। ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অপ্সরা বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশি হিসেবে এমন একটি বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ লেখা স্যাশ পরে থাকলে গর্ব হয়। আমাকে ভোট দেওয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
জানা গেছে, এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য দ্বিধাহীন সুন্দরী। এতে ৩০টিরও বেশি দেশের সুন্দরীরা অংশ নিচ্ছেন। মালয়েশিয়ার পর্যটনের প্রচারণার লক্ষ্যেই মূলত গত ১৫ জুন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এটি।
অপ্সরা বাংলাদেশের টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ ছবিতেও দেখা যাবে তাকে।