বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

টিভি সিরিয়ালের যৌন দৃশ্যে প্রিয়াংকা

96566_priyanka-chopra1
মার্কিন মুলুকের ড্রইংরুম মিডিয়ায় কাজ শুরু করেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। গত ৭ই অক্টোবর থেকে শুরু হয়েছে তার বিগ বাজেটের টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’। যেখানে বেশ খোলামেলাভাবে প্রিয়াংকা বন্দি হয়েছেন ক্যামেরায়। তবে সেসব দৃশ্যে পড়েছে সেন্সরের হামলা। সম্প্রতি প্রিয়াংকার আনসেন্সরড সেই উত্তেজক ভিডিও প্রকাশ হলে সাইবার দুনিয়ায় ব্যাপক তোলপাড় লেগে যায়। তবে এর আগেই বিভিন্ন টিভি চ্যানেলে ‘কোয়ান্টিকো’-এর প্রোমো দেখে বেশ উত্তেজিত দেশ-বিদেশের দর্শকরা। তাছাড়া ট্রেইলারে গাড়ির ভেতরে নায়িকার যৌনতার দৃশ্যে দেখে অনেকেরই ভ্র কুঁচকে গেছে। তবে পর্দার যৌন দৃশ্যে যতই সাবলীল দেখা যাক না কেন, প্রিয়াংকার ভাষায় যৌন দৃশ্যে অভিনয় করতে বেশ অস্বস্তি হয়েছে তার। প্রায় একশ’ জনের সামনে এমন দৃশ্যে অভিনয় করাটা সহজ ব্যাপার নয়। এদিকে বর্তমানে প্রিয়াংকা অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে তিনি ছাড়াও রয়েছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন।