ইতালীয় নাগরিক তেজারে তাবেলাকে হত্যার ভিডিও ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার সচিবালয়ে ইতালীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত শেষে তেজারে তাবেলাকে হত্যার তদন্তের বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "হত্যাকাণ্ডের সময় সন্ধ্যা ছিল আর সেই সময় সিটি করপোরেশন রাস্তার লাইটগুলো জ্বালায়নি, তাই ভিডিও ফুটেজ পরিষ্কার নয়। তবে আমরা চেষ্টা করছি সেখান থেকে কিছু বের করে আনার। আমাদের তদন্ত চলছে। যত তাড়াতাড়ি সম্ভব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচার করা হবে।" ইতালীয় রাষ্ট্রদূত তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
তাবেলাকে হত্যায় আইএস দায় স্বীকার করার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, "আমরা এখন পর্যন্ত এর কোনো সত্যতা পাইনি। এ ছাড়া ইতালি কর্তৃপক্ষ আইএস'র যেসব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেগুলো খতিয়ে দেখছেন। তাঁরাও আমাদের এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তাঁরাও মনে করেন বাংলাদেশে আইএস নেই। এ হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে তাবেলা তেজারকে গুলি করা হয়। তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৮টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাবেলা আইসিসিও কো-অপারেশন নামের একটি আন্তর্জাতিক সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।