গরুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সন্দ্বীপে আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলিতে জাহিদ ও কবির নামে দু’জন নিহত হয়েছেন।
সোমবার বিকেল ৫টার দিকে সন্দ্বীপের বাতেন মার্কেট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য (চট্টগ্রাম-৩) এ বি এম মাহফুজুর রহমান মিতার সঙ্গে পৌর মেয়র জাফরউল্যাহ টিটোর দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে বিকেলে গরুর হাটে জাফর গ্রুপ ও বাতেন গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দু’পক্ষ গোলাগুলি করে। এতে তিনজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত্যু ঘোষণা করেন। এছাড়া বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গোলাগুলিতে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।