মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

গুলি করেছে পুলিশ, আসামি কেন গ্রামবাসী: কাদের সিদ্দিকী



কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন “কালিহাতীতে পাবলিকের ওপর গুলি করে তাদের হত্যা করেছে পুলিশ, অথচ মামলায় আসামি করা হয়েছে গ্রামের পাবলিককে, এটা হতে পারে না।
আজ সোমবার বিকেলে কালিহাতী উপজেলাধীন নারান্দিয়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
কালিহাতীর ঘটনায় অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “কালিহাতীতে আওয়ামী জাহেলদের বর্বর নির্যাতনে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, কিন্তু আওয়ামী লীগের লোকদের মন গলেনি। ছেলের সামনে মায়ের শ্লীলতাহানির মতো জঘন্য কাজ করতেও তাদের বুক কাঁপেনি।”
আজকের জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, এ এইচ এম আব্দুল হাই, এডভোকেট মিয়া মোহাম্মদ হাসান আলী রেজা, আবুল হোসেন মল্লিক, এডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী ও হাবিবুননবী সোহেল প্রমুখ।