অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল এবং অন্যান্য শিক্ষকদের পদমর্যাদা উন্নীতকরণের দাবিতে সরকারি কলেজের শিক্ষকেরা তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
ফলে রবিবার দ্বিতীয় দিনের কর্মবিরতিতে কোনো ক্লাস ও পরীক্ষা হচ্ছে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মবিরতির কারণে আগেই দুই দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। গতকাল শনিবার ও আজ রবিবারের পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা কলেজে গিয়ে দেখা গেছে, সেখানে ছাত্রদের উপস্থিতি নেই। হাতেগোনা কয়েকজন কলেজের করিডরসহ বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করছেন। কোনো ক্লাস হচ্ছে না।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন বলে জানিয়েছেন।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আইকে সেলিম উল্লাহ খন্দকার বলেন, সারাদেশের কলেজগুলোতে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবিতে দেশের সবগুলো সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে গতকাল শনিবার থেকে টানা দুই দিনের কর্মবিরতি শুরু করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা (মূলত কলেজশিক্ষক)।
কর্মবিরতির প্রথম দিনে ঢাকাসহ দেশের সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।