সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতে বাংলাদেশি দুই বিচারক



সাবেক প্রধান বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম ও বিচারপতি মো. আওলাদ আলী নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতের সদস্যপদ লাভ করেছেন।
এই প্রথমবার বাংলাদেশি বিচারকরা সন্মানজনক এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করলেন।
রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী ৬ বছরের জন্য বাংলাদেশি দুজন বিচারককে আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম একজন সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি মো. আওলাদ আলী হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতি।
হেগের একটি ঐতিহ্যবাহী স্থাপনা পিস প্যালেসে অবস্থিত আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালত ১১৭ সদস্য বিশিষ্ট একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান।
১৮৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবদমান বিষয়সমূহের সালিশ পরিচালনা করে আসছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক এই বিচারিক আদালতে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি হয়।