দিল্লির নির্ভয়াকাণ্ডের ছায়া
এবার অসমের বাসাকা জেলায়। এক নাবালিকাকে একটি চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ
চালক ও তার খালাসির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে,
বাসাকা জেলার গোরেস্বরে গত
রবিবার এই ঘটনা ঘটেছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
যদিও পুলিশের কাছে আজ অভিযোগ দায়ের
করেছে নির্যাতিতা। ইন্সপেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা)এস এন
সিংহ জানিয়েছেন, অভিযুক্ত বাস চালক ও
তার হেল্পার, দুজনেই
ফেরার। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খুব শীঘ্রই ধরা সম্ভব হবে বলেও তিনি
জানিয়েছেন।
অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ
অসম (এএএসএএ)-র প্রাক্তন
প্রেসিডেন্ট রাফালে কুজুর জানিয়েছেন, দুপুর
দুটো নাগাদ গোরেস্বরে আসার জন্য
তেজপুর থেকে বাসে চড়েছিল ওই
নির্যাতিতা। কিন্তু চালক গোরেস্বরে বাসটি না থামিয়ে সেটিকে
অত্রিঘাটের কাছে নিয়ে যায়। তার আগেই কিশোরীটিকে ধর্ষণ করা হয়।
গতকাল ভোরে কিশোরী বাস থেকে পালিয়ে যেতে
সক্ষম হয়। নিকটবর্তী একটি
আদিবাসী গ্রামে ঘটনার কথা জানায় সে।
এরপর এএএসএএ-র স্থানীয় সংগঠনের সদস্যরা
পুলিশকে সঙ্গে নিয়ে বাসটি যেখানে দাঁড়িয়েছিল
সেখানে আসে। কিন্তু ততক্ষণে
চালক ও তার হেল্পার ফেরার হয়ে যায়।
এএএসএএ-র কার্যনির্বাহী প্রদীপ নাগ
জানিয়েছেন, কিশোরী সোনিতপুর জেলার দইমারি গ্রামের
বাসিন্দা। গুয়াহাটিতে পরিচারিকার কাজ করে সে। কিন্তু সমস্যায় পড়ে সে
গোরেস্বরে তার এক আত্নীয় কাছে পালিয়ে আসে। কিন্তু পথে ধর্ষণে শিকার হয়।