বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

আজ রাতে নায়লার সঙ্গে থাকবেন যিনি...




নস্যি মডেল-অভিনেত্রী নায়লা নাঈম মানেই যেন বিনোদন রমরমা! সোশ্যাল মিডিয়াতে তিনি একদিকে যেমন জনপ্রিয় অন্যদিকে তেমনই বিতর্কিত। হালে আলোচিত এই তারকা বেশকিছু দিন ধরেই রেডিও ধ্বনি ৯১.২ এফএম এ ডাবল স্কুপ উইথ নায়লা নাঈমশিরোনামে শো করে আসছেন।
নায়লা নাঈমের এ শোটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার ১১টা থেকে ১টা পর্যন্ত। আর এতে নায়লার সাথে প্রতি সপ্তাহেই স্টুডিওতে উপস্থিত থাকেন একজন করে অতিথি।
আজ ডাবল স্কুপ উইথ নায়লা নাঈমশোর ৯তম পর্ব। আজকের পর্বে উপস্থিত থাকবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের(পানডা সিকিউরিটি) প্রোডাক্ট ম্যানেজার আজিম মর্তুজা।
সেখানে নায়লা নাঈম আজকের এ পর্বের অতিথির সাথে নানা বিষয় নিয়ে কথা বলবেন এবং কথা ফাঁকে আড্ডায় মেতে উঠবেন বলে জানান রেডিও ধ্বনি- কর্তৃপক্