ঢাকা: জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে
সুপ্রিমকোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের
(র্যাব) সদস্যরা।
মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন।
র্যাবের সহাকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের ঢাকা থেকে চট্টগ্রামে আনা হচ্ছে। দুপুর দেড়টায় র্যাব-৭ এর পতেঙ্গা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন।
র্যাবের সহাকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের ঢাকা থেকে চট্টগ্রামে আনা হচ্ছে। দুপুর দেড়টায় র্যাব-৭ এর পতেঙ্গা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।