সরকার
কর্তৃক ১ আগস্ট থেকে
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে
সারাদেশে ফুঁসে উঠেছেন অটোরিকশা
চালক ও মালিকরা।
দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ
ও বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।
দাবি জানাচ্ছেন আবার চালু করার।
অটোরিকশা
চালকদের অবরোধের ফলে বিভিন্ন স্থানে
মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে
গেছে। পুলিশের
সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে কোথাও
কোথাও।
সাভারে
ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশা
চলাচল বন্ধের প্রতিবাদে প্রায়
এক ঘণ্টা সড়ক অবরোধ
করে বিক্ষোভ করেন চালক ও
মালিকরা। রবিবার
সকাল ১১টার দিকে এ
অবরোধ পালন করেন অটোরিকশার
চালকরা।
এ সময় পুলিশ বিক্ষোভকারীদের
সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ
ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা
ঘটে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের
ইন্সপেক্টর ফরহাদ হোসেন বলেন,
‘সড়ক অবরোধের কারণে যানজটের সৃষ্টি
হলে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ
করে দেওয়ায় বর্তমানে পরিস্থিতি
স্বাভাবিক রয়েছে।’
মহাসড়কে
তিন চাকার যানবাহন চলাচল
বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
করেছে গাজীপুর অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য
পরিষদ।
টঙ্গীর
চেরাগ আলী থেকে রবিবার
সকালে কয়েকশ সিএনজি অটরিকশাসহ
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
পালন করেন তারা।
এ সময় মহাসড়কে এলোপাতাড়ি
থ্রি-হুইলার রাখায় যান
চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
পিরোজপুর
অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়নের
ব্যানারে মহাসড়কে অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটিসহ
থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞার
প্রতিবাদে ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
করেছেন মালিক-শ্রমিকরা।
রবিবার সকাল ১০টায় মাথায়
কাফনের কাপড় বেঁধে মিছিল
বের করেন মালিক-শ্রমিকরা।
ফেনীর
দেবীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
অবরোধ করেছেন অটো চালকরা। এর
ফলে এই সড়কে বন্ধ
রয়েছে যান চলাচল।
রবিবার সকালে মহাসড়কের মোহাম্মদ
আলী এলাকায় বিক্ষোভের সময়
পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের
সংঘর্ষের ঘটনাও ঘটেছে।সিলেটে মহাসড়কে অবস্থান
ধর্মঘট করছেন অটোরিকশা চালকরা। চট্টগ্রামে
চলছে অটোরিকশা চালক-বিক্ষোভ ও
অবরোধ।
কুমিল্লার
দাউদকান্দির আলেখারচরে একই দাবিতে সড়ক
অবরোধ করেছেন অটোরিকশা চালকরা।পাবনা
জেলা অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়ন
মহাসড়কে সিএনজি ও ব্যাটারিচালিত
থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞার
প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
করেছে। দুপুর
দেড়টার দিকে শহরের আব্দুল
হামিদ সড়কে এ বিক্ষোভ
মিছিল বের করেন তারা।
এছাড়া
আগের মতো মহাসড়কে অটোটেম্পো
চালুর দাবিতে জেলার গৌরনদী
উপজেলার পৌর এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ
মিছিল করেছেন মালিক ও
শ্রমিকরা। রবিবার
সকাল সোয়া ১০টায় এ
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।