নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় বিএসএফ’র লাঠির আঘাতে আদিবাসী জারিয়া মর্মু ওরফে হিরোলাল(৩৬) নামের এক বাংলাদেশী গরু রাখাল নিহত হয়েছেন। সে উপজেলার নিতপুর মনোহরপুর গ্রামের আদিবাসী সুফল মর্মুর পুত্র। জানা গেছে, পোরশা উপজেলার কয়েকটি রাখালের দল আলাদা আলাদা ভাবে প্রতিদিন গভীর রাতে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সেখান থেকে গরু নিয়ে তারা ভোর রাতের মধ্যে বাংলাদেশে ফেরত আসে। প্রতিদিনের ন্যায় গত বুধবার দিবাগত গভীর রাতে প্রায় ১০জনের একদল গরু রাখালের সাথে গরু নিতে ভারতের অভ্যন্তরে যায় জারিয়া মর্মু ওরফে হিরোলাল। তারা সকলে এক সাথে বেশ কয়েকটি গরু নিয়ে নিজ দেশে ফেরার পথে নিতপুর সীমান্তের ২৩০নং পিলারের নিকট ভোর ৪টার সময় পৌছিলে ভারতের জীবনপুর ক্যাম্পের বিএসএফ সদস্যারা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে সকলে পালিয়ে আসতে পারলেও জারিয়া মর্মু ওরফে হিরোলাল বিএসএফ’দের হাতে ধরা পড়ে। এসময় বিএসএফ’রা তার শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক লাঠির আঘাত করে। মাথায় লাঠির আঘাতের ফলে মাথা থেকে প্রচুর রক্তক্ষরনে ঘটনাস্থলেই জারিয়া মর্মু ওরফে হিরোলাল মারা যান। পরে ঘটনাস্থল থেকে নিহতের পরিবারের লোকজন তার লাশ বাড়ি নিয়ে আসেন।
এ ব্যাপারে ১৪বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিএসএফ’দের লিখিত ভাবেও নিন্দা জানানো হয়েছে। এবং এ বিষয়ে পতাকা বৈঠকের প্রস্ততি চলছে বলেও তিনি জানান।