বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

৫০০ টাকায় ২৪ ঘণ্টা ভাড়া দেন নায়লা নাঈম


সমালোচিত মডেল নায়লা নাঈম সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয়। এখানে তার ফলোয়ার প্রায় ৬ লাখের কাছাকাছি। এই জনপ্রিয়তাকে পুঁজি করে তার ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজটিতে বিভিন্ন ওয়েব সাইডের অশ্লীল সব খবর প্রচার করে তিনি অর্থ উপার্জন করছেন বলে জানা গেছে।
জানা যায়, মাত্র ৫০০ টাকার বিনিময়ে ২৪ ঘণ্টার জন্য একটি লিঙ্ক শেয়ার করা হয়। আর ৬ দিনের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ। যেখানে ২২০০ টাকার বিনিময়ে পেইজে টানা ছয়দিন ছয়টা লিঙ্ক শেয়ার করা হয়।
নায়লা নাঈমের ব্যক্তিগত সহকারী সেলিনা জানান, 'ফেসবুকে ম্যাডামের জনপ্রিয়তা বেশি হওয়ায় অনেকেই নিজের ওয়েবসাইটের পরিচিতি বাড়াতে নানা রকম বিজ্ঞাপনের সাহায্য নিচ্ছেন। এটিও তেমন একটি বিষয়। মাত্র ৫০০ টাকার বিনিময়ে ২৪ ঘণ্টার জন্য একটি লিঙ্ক শেয়ার করা হয়। আর ৬ দিনের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ। যেখানে ২২০০ টাকার বিনিময়ে পেইজে টানা ছয়দিন ছয়টা লিঙ্ক শেয়ার করা হয়।
সেলিনা আরো জানালেন, অশ্লীল, রাজনৈতিক, ধর্মীয় উস্কানিমূলক কোনো নিউজ বা লিঙ্ক নায়লা নাঈমের পেইজে শেয়ার করা হয় না।
কিন্তু গত কয়েকদিন যাবত নায়লার ফেসবুক ফ্যানপেজটি হতে বিভিন্ন অশ্লীল লিঙ্ক শেয়ার দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়ে নায়লা নাঈমের কাছ থেকে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি।