জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আরো
খোলামেলাভাবে হাজির হলেন!
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু সিনোমর
একটি গানের দৃশ্যে স্বল্প বসনে দেখা
গেছে এ অভিনেত্রীকে। এ সিনেমার নির্মাতা
সাফিউদ্দিন সাফি তার সামাজিক
যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ গানের কিছু
স্থিরচিত্র পোস্ট করেন। এ ছবিতে
দেখা যায়- জয়া আহসান শুধু টপস পরিহিত
অবস্থায় নাচছেন। তার বিপরীতে এ গানে
অংশ নিয়েছেন ঢালিউড কিং শাকিব খান।
শাকিবকেও দেখা গেছে ভিন্ন লুকে।
জয়া আহসান |
সম্প্রতি ভারতের হায়দ্রাবাদের
রামোজি ফিল্ম সিটিতে সম্পন্ন হয়েছে এ গানের দৃশ্যায়ন। ভারতীয় কোরিওগ্রাফার
শঙ্করাইয়া এর নৃত্য পরিচালনা করেছেন। শুটিং শেষে ১৬ আগস্ট ঢাকায় ফিরেছেন
শাকিব-জয়া ও এ সিনেমার কলাকুশলীরা।
সাফি উদ্দিন সাফি পরিচালিত ফ্রেন্ডজ
মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত
ছবিটির কাহিনি, চিত্রনাট্য
লিখেছেন রুম্মান রশীদ খান। শাকিব-জয়া ছাড়াও এতে অভিনয় করছেন- ওমর
সানি, ইমন, মৌসুমী হামিদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।