শুক্রবার সকালে সীমান্তে যৌথবাহিনীর
চিরুনি অভিযানের মুখে আরকান আর্মির সদস্যরা পিছু হটে। পরে একটি দল বড়মধক
ক্যাম্প থেকে ৪/৫ কিলোমিটার দক্ষিণে ঙারেসাক্ষ্যং নামক স্থানে আরকান
আর্মিদের একটি আস্তানার সন্ধান পায়। বিকেল থেকে ওই আস্তানাটি ঘিরে রেখেছে
যৌথ বাহিনীর সদস্যরা।
বিজিবির সূত্রমতে, সাঙ্গু রিজার্ভসহ
সম্ভাব্য এলাকাগুলোতে যৌথবাহিনীর সদস্যরা চিরুনি অভিযান পরিচালনা করছে। তবে
দুর্গম পাহাড়ি এলাকা ও বৃষ্টিপাত হওয়ার কারণে অভিযান পরিচালনা করতে কিছুটা
কষ্ট হচ্ছে যৌথবাহিনীর সদস্যদের।