যুক্তরাষ্ট্রে গত ৭ই আগস্ট মুক্তির পর থেকে পর্দা কাঁপাচ্ছে মার্ভেল কমিকসের ‘ফ্যান্টাস্টিক ফোর’। এবার ঢাকার পর্দায় আসছে ছবিটি। আজ ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সাড়াজাগানো এ ছবি। জশ ট্রাঙ্কের পরিচালনায় ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাইলন টেলার, মাইকেল জর্ডান, কেট মারা, জেমি বেল, টবি কেবল, ক্যাথি প্রমুখ। রবার্ট কুজলার ও সাইমন কিনবার্গের প্রযোজনায় এর চিত্রনাট্য লিখেছেন সাইমন কিনবার্গ ও জেরেমি সলটার। জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য কিল পয়েন্ট’ ও ‘ক্রোনিকেল’-এর পরিচালক জশ ট্রাঙ্ক অতি অল্পসময়ে নিজের জাত জানান হলিউডপাড়ায়। তিনিই সম্প্রতি নির্মাণ করলেন বহুল প্রতীক্ষিত ‘ফ্যান্টাস্টিক ফোর’। মূলত চারজনের একটি দলকে কেন্দ্র করে ছবিটির গল্প। পারমাণবিক রশ্মির বিকিরণে হঠাৎ ভোল পাল্টে বিশেষ ক্ষমতা অর্জন করে চার মহাকাশচারী। দলনেতা রিড রিচার্ড, যার পক্ষে যখন তখন রাবারের মতো সম্ভব শরীরের আকৃতি বদলে ফেলা, আরেক সদস্য সুস্টর্মের রয়েছে অদৃশ্য হয়ে যাওয়ার বিশেষ ক্ষমতা, জনি স্টর্মের ক্ষমতা দপ করে সারা শরীরে আগুন জ্বালিয়ে ফেলা আর বেন গ্রিম দৈহিক আকৃতি বদলে যে কোনো সময় রূপ নেয় পাথুরে মানব অবয়বে। আর এই পারমাণবিক রশ্মির বিকিরণের বিষয়টি নিছক দূর্ঘটনা প্রসূত নয়। মানুষের জন্য অকল্যাণকর সব দানবীয় শক্তি আর শত্রুর বিরূদ্ধে লড়াই করার জন্যই এ চারজনকে দেয়া হয় এ বিশেষ ক্ষমতা। এবারের পর্বে তেমনই এক দুধর্ষ শত্রু ডক্টর ডুমের সঙ্গে লড়াইতে কী অবস্থা দাঁড়ায় এ চার আশ্চর্য মানবের সেটাই দেখার অপেক্ষা।
ফক্সের প্রযোজনায় ২০০৫ সালে নির্মিত হয়েছিল সিরিজের প্রথম চলচ্চিত্র। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পায় ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সাফার’। প্রথম ছবিটি ব্যবসায়িকভাবে দারুণ সফল হলেও দ্বিতীয় ছবিটি আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। তাই এবার দর্শকদের আশা, এ ছবিটি ভুলিয়ে দেবে অতীতের ব্যর্থতা। আগের দুটি সিরিজে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী জেসিকা অ্যালবার অনুপস্থিতি দর্শকদের অবাক করেছে। তবে পরিচালক জশ ট্রাঙ্কের এসব ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই। হলিউডের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দর্শকরা সবসময় একটি মহাকাব্যিক, প্রকান্ড, বৃহৎ ও অনেক শক্তিশালীদের সমন্বয়ের লড়াই দেখতে চায়। এটি একটি বড় ছবি এবং এর মধ্যে অনেক উপাদান রয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করবে। চিত্রনাট্যকার ও প্রযোজক সাইমন কিনবার্গ বলেন, এই ছবিতে বিশ্বমানের অভিনেতারা তাদের অভিনয়শৈলী প্রদর্শন করেছেন। মাইলস টেলার এখন আমেরিকান ছবিতে সবচেয়ে প্রতিভাবান অভিনেতা। ‘হুইপলাস’ ও ‘দ্য স্পেক্টেকুলার এডি’তে যিনি তার দক্ষতা দেখিয়েছেন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন কেট মারা, মাইকেল বি জর্ডান, জেমি বেল। এই চারজনের রসায়নটা দারুণ। সবমিলিয়ে দর্শকদের জন্য চমৎকার একটা প্রাপ্তি হবে ছবিটি।