বুধবার, ৫ আগস্ট, ২০১৫

দেড় মণ সোনা চোরাচালানে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

সাত মাস আগে পল্টনের একটি বাসা থেকে দেড় মণ সোনা আটকের ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন।
উল্লেখ, গত বছর ২৫ ডিসেম্বর পল্টনে আলী সুইটসের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে গোয়েন্দা পুলিশ এবং শুল্ক বিভাগ অভিযান চলিয়ে দেশি-বিদেশি পাঁচ বস্তা টাকা এবং দেড় মন সোনা উদ্ধার করে।
দেশজুড়ে আলোড়িত এ ঘটনায় ওই সময় গ্রেপ্তার আলী তার বন্ধু রিয়াজ উদ্দিনের নাম বলেছিল। গোয়েন্দা পুলিশ তখন থেকেই তাকে খুঁজছিল।