বুধবার, ৫ আগস্ট, ২০১৫

অডিকাপের ফাইনালে রাতে মুখোমুখি বায়ার্ন-রিয়াল

ডি কাপের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও কাইজার খ্যাত বায়ার্ন মিউনিখ। রাত ১২টা ৪৫ মিনিটে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় অনুষ্ঠিত হবে এ মহারণ।
সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজামাকে ছাড়াই ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল। আর ইটালি’র এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে বায়ার্ন।
টটেনহ্যামের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ৩৬ মিনিটে ফলও পায় তারা। দলকে এগিয়ে দেন কলম্বিয়ান স্ট্রাইকার জেমস রদ্রিগেজ। আর ৭৯ মিনিটে নিজেই গোল করেন বেল।
অপরদিকে, ম্যাচে বায়ার্নের সামনে দাঁড়াতেই পারেনি চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল এসি মিলান। বেভারিয়ানদের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় তারা। দলের হয়ে গোল করেন জুয়ান বার্নাট, মারিও গোৎসে এবং রবার্ট লেওনডেস্কি।