বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

দেহব্যবসায় নামতে চাপ বাবা-মার; তারপর


মা বাবার বিরুদ্ধে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ জানাল ফরিদাবাদের বল্লবগড় শহরের মোহনা গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রী। ওই নাবালিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, মেয়েটির অভিযোগ, তার বাবার কর্মনিয়োগকারী প্রেম সিংহকে খুশিকরতে বলে তার বাবা-মা। মেয়েটির দাবি, একমাস আগে সে তার মা ও ওই ব্যক্তিকে আপত্তিকরঅবস্থায় দেখে ফেলে। মেয়েটির মুখ বন্ধ করতে প্রেম সিংহ তাকে ৫০০ টাকা দেয়। মেয়েটির মা-ও হুমকি দেয়, ঘটনা জানাজানি হলে তাকে মেরে ফেলা হবে।
পুলিশ জানিয়েছে পর দিনই তাদের বাড়ি আসে ওই প্রেম সিংহ। তাকে ধর্ষণের চেষ্টা করে সে। কোনওক্রমে পালিয়ে বাঁচে ওই নাবালিকা। মা বাবাকে একথা জানালে, তারা বলে, প্রেম সিংহ যা চাইছে, সে যেন সেটাই করে। এরপর গোটা ঘটনাটি সে তার দাদাকে জানায়। তার সহায়তাতেই মেয়েটি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধি ও নাবালকদের যৌন নিগ্রহ থেকে রক্ষা পাওয়ার আইনের বিভিন্ন ধারায় তার মা, বাবা ও প্রেম সিংহ তিনজনের বিরুদ্ধেই মামলা রুজু হয়েছে।