শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

এবার আইএসের সদস্য হলেন এক ভারতীয় মহিলা সাংবাদিক

সিনেমার গল্পের মতো খবর সংগ্রহ করতে গিয়ে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের সদস্য হলেন এক ভারতীয় মহিলা সাংবাদিক।
জানা গেছে, কেরালার এক মালয়ালম সংবাদপত্রের হয়ে কাজ করার জন্য কাতারের রাজধানী দোহায় নিযুক্ত হন এক মহিলা সাংবাদিক। ভয়ংকর এই সন্ত্রাসবাদী সংগঠনের হালখবর লিখে পাঠানোই ছিল তার দায়িত্ব। দীর্ঘদিন এই কাজ করতে করতে ইসলামিক স্টেটের (আইএস) প্রতি ও মহিলা সাংবাদিকের ভালোবাসা বাড়ে। এর পরেই তিনি স্থির করেন, আইএসে যোগ দেবেন। গত বছর ভারতে ফিরে নিজের সাংবাদিকতার কাজে ইস্তফা দিয়ে যান ওই মহিলা সাংবাদিক।
তার পরিবারের সূত্রের খবরে বলা হয়, আইএসে যোগ দিছেন কি না তারা জানেন না, তবে তাদের মেয়ে কাতারে গিয়েছেন। আর সেখান থেকে সিরিয়া যাওয়ার কথা রয়েছে তার। মহিলা এই সাংবাদিককে নিয়েই আপাতত রাতের ঘুম উড়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পরিচয় প্রকাশ করা না হলেও তদন্ত শুরু হয়েছে ওই সাংবাদিকের বর্তমান অবস্থান নিয়ে। মনে করা হচ্ছে, ভারতে যে 'আখরি ফয়সালার লড়াই' শরু করার কথা ভাবছে আইএস, তার নেতৃত্বে থাকতে পারেন এই মহিলা সাংবাদিকই।
ভারতের সরকারি গোয়েন্দা ওই সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। আর নজর রাখা হচ্ছে তার ট্যুইটারের ওপরে।