রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে গৃহবধূকে গণধর্ষণ

জয়পুরহাট: জয়পুরহাট শহরে আত্মীয় বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূর গণধর্ষিত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার আকাশ রাজভর (১৯) ও জীবন রাজভর (১৮) নামে দুই ধর্ষককে আটক করে জয়পুরহাট থানা পুলিশ। বিপ্লব রায় (২৫) নামে অপর এক ধর্ষক এখনো পলাতক রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ওই গৃহবধূ তার আত্মীয়ের বাসায় যাওয়ার সময় শহরের মাস্টারপাড়া বালিকা বিদ্যালয় এলাকা থেকে বিপ্লব রায়, আকাশ রাজভর ও জীবন রাজভর নামে তিন যুবক তাকে ধরে মাঠের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
শনিবার সকালে ওই গৃহবধু নিজে জয়পুরহাট থানায় উপস্থিত হয়ে তাকে ধর্ষণের অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মাস্টারপাড়া মহল্লার আকাশ রাজভর ও জীবন রাজভর নামের দুই যুবককে আটক করে।
ওই গৃহবধূ বাদী হয়ে বিকালে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, গৃহবধূর অভিযোগ পেয়েই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।