শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

হালকা পরমাণু বোমা বানিয়েছে উত্তর কোরিয়া





উত্তর কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন পুনরায় শুরু করেছে। ব্যবহৃত জ্বালানি দণ্ড পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে দেশটির প্রধান পরমাণু স্থাপনা ইয়ংবিয়নে এ কাজ শুরু করা হয়েছে। উত্তর কোরিয়ার প্রতি মার্কিন বৈরী নীতির বরাত দিয়ে পুনঃপ্রক্রিয়াকরণ শুরু করেছে পিয়ংইয়ং।
জাপানের কিয়োদো সংবাদ সংস্থাকে লিখিত সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছে উত্তর কোরিয়ার আণবিক শক্তি ইন্সটিটিউট বা এনকেএইআই। এতে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংস্থাটি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে। পরমাণু বোমা বানানোর জন্য উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন রয়েছে। এতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া ব্যবহৃত জ্বালানি দণ্ড পুনঃপ্রক্রিয়াকরণ করছে।
ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা এনকেএইআইএর আওতায় থাকলেও উৎপাদিত প্লুটোনিয়াম বা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ জানানো হয়নি।
অবশ্য কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে, হালকা এবং নানামুখী পরমাণু বোমা নির্মাণে এরই মধ্যে সফল হয়েছে এনকেএইআই।
এ ছাড়া মার্কিন হুমকি অব্যাহত থাকার মুখে নতুন করে পরমাণু বোমার পরীক্ষা সম্ভাবনা নাকচ করেনি এনকেএইআই।
২০০৭ সালে ত্রাণের বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্রের তৎপরতা বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু ২০১৩ সালে তৃতীয় পরমাণু বোমা পরীক্ষার পর আবার এ কেন্দ্রকে চালু করার পদক্ষেপ নেয় পিয়ংইয়ং।