শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

ঝালকাঠিতে লঞ্চের কেবিনে কিশোরী ধর্ষণ ঘটনা : গ্রেফতার হয়নি ধর্ষক আরিফ


তিন দিন পার হলেও ঝালকাঠিতে সুন্দরবন-২ লঞ্চের কেবিনে কিশোরী ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত ডিসি অফিসের কর্মচারী ও শহর যুবলীগ নেতা হক খলিফার ছেলে মো. আরিফ খলিফাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে দিন দুপুরে লঞ্চের কেবিনে ধষর্নের ঘটনায় সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষের ভ‚মীকা নিয়ে প্রশ্ন তুলেছে ঝালকাঠি শহরের সচেতন মানুষ। স্থানীয়দের ধারনা লঞ্চের ষ্টাফদের সহয়াতায়ই ধর্ষনকারীরা এই অপকর্ম করে। এই ঘটনার দায় কোনভাবেই সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ এড়াতে পারেনা। সুন্দরবন লঞ্চের ঝালকাঠির ঘাট সুপার ভাইজার মো: হানিফের সাথে ধর্ষনকারীদের সু সম্পর্ক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত মঙ্গলবার বিকালে সুন্দরবন লঞ্চের তয় তলার একটি ষ্টাফ কেবিনে এই ধর্ষনের ঘটনা ঘটে। ঐ কেবিনের দায়িত্বে থাকা কেবিন বয় মহাসিন ধর্ষিত কিশোরী ও তার বন্ধুকে কেবিনটি ভাড়া দেয়। তাই কেবিন বয় মহাসিনকেও এই ঘটনার সহযোগি মনে করছেন অনেকে। এই ঘটনার প্রধান নায়ক আরিফ ও তার অঞ্জাত পরিচয় এক সহযোগিকে আসামী করে মামলা করা হলেও সুন্দরবন লঞ্চের কাউকে আসামী করা হয়নি। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই তাহাজ্জুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লঞ্চের স্টাফদের জিজ্ঞাসাবাদ করেছেন। এর পূর্বে গত বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে নির্যাতিত কিশোরীর মেডিকেল পরীক্ষা করায় পুলিশ। মেডিকেল পরীক্ষার পর ঝালকাঠি থানায় কিশোরীর প্রেমিক দাবীদার হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে দুই বখাটের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। ঝালকাঠি থানায় মামলা রেকর্ড হওয়ার পর মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। মামলা দায়েরর পর নারী শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী কিশোরীর জবানবন্দী রেকর্ড করেন ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহম্মেদ। জবানবন্দী গ্রহনের পর কিশোরীকে বরিশাল সেইভহোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান মঙ্গলবার বিকালে ঝালকাঠি সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা বর্তমানে ঢাকার মীর হাজারিবাগের বসবাসরত আব্দুর রবের ছেলে হাসিবুল হাসান শান্তর (১৮) সাথে ঢাকার একই এলাকার ১৪ বছর বয়সী সপ্তম শ্রেনীর ছাত্রী এক কিশোরী ঢাকা থেকে ঝালকাঠিতে পালিয়ে আসে। বুধবার বিকালে তারা পুনরায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঝালকাঠি লঞ্চঘাটে আসে। লঞ্চের কেবিন বয় মহসিন তার নিজের কেবিনটি তাদের কাছে সাতশ টাকায় ভাড়া দেয়। স্থানীয় বখাটেরা প্রেমিক যুগলের পালিয়ে আসার বিষয়টি আচঁ করতে পেরে প্রেমিকজুটিকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। এক পর্যায় আরিফসহ কিছু বখাটে প্রেমিক শান্তকে মারধর করে কেবিন থেকে বের করে দেয়। পরে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। বখাটেরা প্রেমিক জুটির সাথে থাকা দুইটি মোবাইল সেট ও নগদ ২১০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনা কাউকে জানালে কিশোরীকে হত্যা করা হবে বলে হুমকি দেয় বখাটেরা। কিশোরী বলে আমাকে হত্যার হুমকি দিয়ে বখাটে দুই যুবক ধর্ষণ করে। তাদের একজনের নাম আরিফ । সুন্দরবন- ২ লঞ্চের কেবিনবয় মহসিন বলেন আমি সাতশ টাকায় ওই ছেলে মেয়েদের কাছে কেবিন ভাড়া দিয়ে তিনশ টাকা অগ্রীম নিয়ে আমি ডিউটিতে যাই। এর পরে কি হয়েছে আমি কিছু জানিনা। লঞ্চের সুপারভাইজার অরবিন্দু বাবু বলেন লঞ্চ ঘাট থেকে ছাড়ার পর যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। লঞ্চ ছাড়ার পূর্বে যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নয়। অভিযুক্তের বাবা ঝালকাঠি পৌর যুবলীগ সভাপতি আব্দুল হক খলিফা বলেন, ধর্ষণের সাথে তার ছেলে জড়িত নয়। তিনি আওয়ামী লীগের রাজনীতি করনে এবং আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন। এ কারনে তার প্রতিপক্ষরা ছেলেকে ধর্ষণ মামলায় আসামী করে তাকে হয়রানী করছে।
ঝালকাঠিতে লঞ্চের কেবিনে কিশোরী ধর্ষণ ঘটনা : গ্রেফতার হয়নি ধর্ষক আরিফ
শফিউল আজম টুটুল, ঝালকাঠি
তিন দিন পার হলেও ঝালকাঠিতে সুন্দরবন-২ লঞ্চের কেবিনে কিশোরী ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত ডিসি অফিসের কর্মচারী ও শহর যুবলীগ নেতা হক খলিফার ছেলে মো. আরিফ খলিফাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে দিন দুপুরে লঞ্চের কেবিনে ধষর্নের ঘটনায় সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষের ভ‚মীকা নিয়ে প্রশ্ন তুলেছে ঝালকাঠি শহরের সচেতন মানুষ। স্থানীয়দের ধারনা লঞ্চের ষ্টাফদের সহয়াতায়ই ধর্ষনকারীরা এই অপকর্ম করে। এই ঘটনার দায় কোনভাবেই সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ এড়াতে পারেনা। সুন্দরবন লঞ্চের ঝালকাঠির ঘাট সুপার ভাইজার মো: হানিফের সাথে ধর্ষনকারীদের সু সম্পর্ক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত মঙ্গলবার বিকালে সুন্দরবন লঞ্চের তয় তলার একটি ষ্টাফ কেবিনে এই ধর্ষনের ঘটনা ঘটে। ঐ কেবিনের দায়িত্বে থাকা কেবিন বয় মহাসিন ধর্ষিত কিশোরী ও তার বন্ধুকে কেবিনটি ভাড়া দেয়। তাই কেবিন বয় মহাসিনকেও এই ঘটনার সহযোগি মনে করছেন অনেকে। এই ঘটনার প্রধান নায়ক আরিফ ও তার অঞ্জাত পরিচয় এক সহযোগিকে আসামী করে মামলা করা হলেও সুন্দরবন লঞ্চের কাউকে আসামী করা হয়নি। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই তাহাজ্জুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লঞ্চের স্টাফদের জিজ্ঞাসাবাদ করেছেন। এর পূর্বে গত বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে নির্যাতিত কিশোরীর মেডিকেল পরীক্ষা করায় পুলিশ। মেডিকেল পরীক্ষার পর ঝালকাঠি থানায় কিশোরীর প্রেমিক দাবীদার হাসিবুল হাসান শান্ত বাদী হয়ে দুই বখাটের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। ঝালকাঠি থানায় মামলা রেকর্ড হওয়ার পর মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। মামলা দায়েরর পর নারী শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী কিশোরীর জবানবন্দী রেকর্ড করেন ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহম্মেদ। জবানবন্দী গ্রহনের পর কিশোরীকে বরিশাল সেইভহোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান মঙ্গলবার বিকালে ঝালকাঠি সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা বর্তমানে ঢাকার মীর হাজারিবাগের বসবাসরত আব্দুর রবের ছেলে হাসিবুল হাসান শান্তর (১৮) সাথে ঢাকার একই এলাকার ১৪ বছর বয়সী সপ্তম শ্রেনীর ছাত্রী এক কিশোরী ঢাকা থেকে ঝালকাঠিতে পালিয়ে আসে। বুধবার বিকালে তারা পুনরায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঝালকাঠি লঞ্চঘাটে আসে। লঞ্চের কেবিন বয় মহসিন তার নিজের কেবিনটি তাদের কাছে সাতশ টাকায় ভাড়া দেয়। স্থানীয় বখাটেরা প্রেমিক যুগলের পালিয়ে আসার বিষয়টি আচঁ করতে পেরে প্রেমিকজুটিকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। এক পর্যায় আরিফসহ কিছু বখাটে প্রেমিক শান্তকে মারধর করে কেবিন থেকে বের করে দেয়। পরে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। বখাটেরা প্রেমিক জুটির সাথে থাকা দুইটি মোবাইল সেট ও নগদ ২১০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনা কাউকে জানালে কিশোরীকে হত্যা করা হবে বলে হুমকি দেয় বখাটেরা। কিশোরী বলে আমাকে হত্যার হুমকি দিয়ে বখাটে দুই যুবক ধর্ষণ করে। তাদের একজনের নাম আরিফ । সুন্দরবন- ২ লঞ্চের কেবিনবয় মহসিন বলেন আমি সাতশ টাকায় ওই ছেলে মেয়েদের কাছে কেবিন ভাড়া দিয়ে তিনশ টাকা অগ্রীম নিয়ে আমি ডিউটিতে যাই। এর পরে কি হয়েছে আমি কিছু জানিনা। লঞ্চের সুপারভাইজার অরবিন্দু বাবু বলেন লঞ্চ ঘাট থেকে ছাড়ার পর যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। লঞ্চ ছাড়ার পূর্বে যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নয়। অভিযুক্তের বাবা ঝালকাঠি পৌর যুবলীগ সভাপতি আব্দুল হক খলিফা বলেন, ধর্ষণের সাথে তার ছেলে জড়িত নয়। তিনি আওয়ামী লীগের রাজনীতি করনে এবং আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন। এ কারনে তার প্রতিপক্ষরা ছেলেকে ধর্ষণ মামলায় আসামী করে তাকে হয়রানী করছে।