রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

সময়: ১৫ মিনিট, প্রশ্ন: সাড়ে চার হাজার!

নুসরাত ফারিয়া ভাবতেই পারেননি! মাত্র ১৫ মিনিটে সাড়ে চার হাজার প্রশ্ন এসে তাঁর সামনে হাজির হবে, কেই-বা ভাবতে পারে তা? অথচ তেমনটাই ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে আটটা থেকে পৌনে নয়টা পর্যন্ত ফেসবুকে ভক্ত এবং অনুসারীদের প্রশ্নের উত্তর দিয়েছেন নুসরাত ফারিয়া।
প্রশ্নগুলোও ছিল বিচিত্র। ‘আপনি কি সিঙ্গেল?’ ‘আপনি কি আমার সঙ্গে ডেট করবেন?’ ‘আপনার বাঁ হাতের আঙুলে একটি আংটি আছে, এর রহস্য কী?’ ‘আশিকি ছবিটি কেন দেখব?’ ‘আশিকি ছবির বড় চমক কী? গাওয়াহ্ ছবির কথা বলুন।’ ‘এমরান হাশমির সঙ্গে অভিনয় করতে কেমন লাগবে?’ ফেসবুকে এমনই নানা ধরনের সাড়ে চার হাজার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নুসরাত ফারিয়াকে। আর তাও মাত্র ১৫ মিনিটেই!
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ভক্ত এবং অনুসারীদের সঙ্গে কথা বলতে চাই, বৃহস্পতিবার ফেসবুকে আমার পেজে এমনই একটি ঘোষণা দিয়েছিলাম। শুক্রবার চ্যাট শুরু করার সাত মিনিট আগে আমি আবারও একটি পোস্ট দিই। চ্যাট শুরু হওয়ার প্রথম পাঁচ মিনিটে দুই হাজার ছয় শ প্রশ্ন আসে। এমন সাড়া পাব, ভাবতেই পারিনি।’
এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়ার প্রথম ছবি আশিকি। ছবিটির প্রচারণার অংশ হিসেবেই কর্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে। নুসরাত ফারিয়া বলেন, ‘এর ফলে ছবির প্রচারণার পাশাপাশি আমারও অনেক উপকার হয়েছে। আমি সবার অনেক কাছে যেতে পেরেছি। কাছ থেকে সবার অনুভূতি জানতে পেরেছি। যাঁরা এই উদ্যোগ নিয়েছেন, তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’
নুসরাত ফারিয়া জানিয়েছেন, ঈদের আগে ২১ সেপ্টেম্বর তিনি আবারও ফেসবুকে ভক্ত আর অনুসারীদের মুখোমুখি হবেন। আর তখন সবার জন্য থাকবে আরও বড় চমক।