সত্যি কথা বলতে কি আমি নিজেই ১০০% সময় টাখনূর
উপরে কাপড় পরিধান করতে পারিনা। তবে সম্প্রতি আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কতৃক
যখন জানলাম টাখনুর নিচে
কাপড় পরিধান করলে টেস্টাস্টেরন নামক যৌন হরমোন শুকিয়ে যায়। যার ফলে যৌন শক্তি কমে যাবে। তখন থেকে মনে হচ্ছে আমার
যতগুলো প্যান্ট আছে সবগুলোর পায়ের
নীচের কিছু আংশ কাপড় কেটে ছোট করা যায় কিনা? এটা
করতে পারলে একসাথে দুটি
কাজ হয়ে যেত।
যাই হোক বিষয়টি আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কতৃক এ সম্প্রতি প্রমানিত হয়েছে। যার ফলে এখন এটা একটা ফ্যাশনে পরিনত হতে দেড়ি হবে না বলা যায়!
এজন্য আমেরিকার বেশিরভাগ হেলথ সেন্টারে লেখা আছে--
"টাখনুর নিচে কাপড় পরিধান করবেন না"। তাই তাদের বেশির ভাগই টাখনুর নিচে কাপড় পরেন না।
অথচ আমাদের প্রিয় নবীজী রাসুল (সা) ১৫০০ বছর আগে টাখনুর নিচে কাপড় পরিধান করতে নিষেধ করে গেছেন। অনেক মুসলিম সেটি মেনে চলছেন।
আমাদের প্রিয় নবীজী রাসুল (সা) লেবাস-পোশাকের ব্যবহারের স্পষ্ট দিকনির্দেশনা:
লেবাস-পোশাকের একটি বিশেষ দিক 'গোড়ালির নিচে কাপড় পরিধান' সম্পর্কে সামান্য আলোচনা করা যেতে পারে। কারণ এ বিষয়ে মুসলিম সমাজের বিশেষ শ্রেণীর লোকদের অবহেলাও দৃষ্টিগোচর হচ্ছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, লুঙ্গি (পায়জামা-প্যান্ট) ইত্যাদির যে অংশ টাখনুর নিচে হবে, তা দোজখে যাবে। (বুখারি শরিফ, খ. ২, পৃ. ৮৬১)
হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি অহংকারের বশীভূত হয়ে নিজের কাপড় অত্যন্ত নিচে [টাখনুর নিচে] পরিধান করবে, আল্লাহ তায়ালা কিয়ামত দিবসে তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। [বুখারি শরিফ, খ. ২, পৃ. ৮৬০]
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে শুনেছি, মুমিন বান্দাদের জন্য পায়জামা পরিধান করার (উত্তম ও সুন্দর) পদ্ধতি হলো 'নিছফ্ সাক্ব'- অর্ধহাঁটু পর্যন্ত পরিধান করা। অর্থাৎ পায়ের গোছার মধ্যখান পর্যন্ত বা অর্ধহাঁটু অথবা পায়ের গিঁটের মধ্যখান পর্যন্ত হলে গুনাহ হবে না, তা বৈধ। যা এর নিচে হবে, তা জাহান্নামে যাবে (তার পরিণাম জাহান্নাম)।
বর্ণনাকারী বলেন, এ কথাটি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনবার বলেছেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তায়ালা ওই ব্যক্তির দিকে চোখ তুলেও তাকাবেন না, যে অহংকার ও বড়ত্বের বশীভূত হয়ে কাপড় হিঁচড়ে চলে। [আবু দাউদ শরিফ, ইবনে মাজাহ শরিফ]
মহান আল্লাহ আমাদের সকল পুরুষকে অহংকারমুক্ত হয়ে টাখনুর উপরে সবসময় কাপড় পড়ার তৌফিক দান করুন।-আমিন
যাই হোক বিষয়টি আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কতৃক এ সম্প্রতি প্রমানিত হয়েছে। যার ফলে এখন এটা একটা ফ্যাশনে পরিনত হতে দেড়ি হবে না বলা যায়!
এজন্য আমেরিকার বেশিরভাগ হেলথ সেন্টারে লেখা আছে--
"টাখনুর নিচে কাপড় পরিধান করবেন না"। তাই তাদের বেশির ভাগই টাখনুর নিচে কাপড় পরেন না।
অথচ আমাদের প্রিয় নবীজী রাসুল (সা) ১৫০০ বছর আগে টাখনুর নিচে কাপড় পরিধান করতে নিষেধ করে গেছেন। অনেক মুসলিম সেটি মেনে চলছেন।
আমাদের প্রিয় নবীজী রাসুল (সা) লেবাস-পোশাকের ব্যবহারের স্পষ্ট দিকনির্দেশনা:
লেবাস-পোশাকের একটি বিশেষ দিক 'গোড়ালির নিচে কাপড় পরিধান' সম্পর্কে সামান্য আলোচনা করা যেতে পারে। কারণ এ বিষয়ে মুসলিম সমাজের বিশেষ শ্রেণীর লোকদের অবহেলাও দৃষ্টিগোচর হচ্ছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, লুঙ্গি (পায়জামা-প্যান্ট) ইত্যাদির যে অংশ টাখনুর নিচে হবে, তা দোজখে যাবে। (বুখারি শরিফ, খ. ২, পৃ. ৮৬১)
হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি অহংকারের বশীভূত হয়ে নিজের কাপড় অত্যন্ত নিচে [টাখনুর নিচে] পরিধান করবে, আল্লাহ তায়ালা কিয়ামত দিবসে তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। [বুখারি শরিফ, খ. ২, পৃ. ৮৬০]
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে শুনেছি, মুমিন বান্দাদের জন্য পায়জামা পরিধান করার (উত্তম ও সুন্দর) পদ্ধতি হলো 'নিছফ্ সাক্ব'- অর্ধহাঁটু পর্যন্ত পরিধান করা। অর্থাৎ পায়ের গোছার মধ্যখান পর্যন্ত বা অর্ধহাঁটু অথবা পায়ের গিঁটের মধ্যখান পর্যন্ত হলে গুনাহ হবে না, তা বৈধ। যা এর নিচে হবে, তা জাহান্নামে যাবে (তার পরিণাম জাহান্নাম)।
বর্ণনাকারী বলেন, এ কথাটি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনবার বলেছেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তায়ালা ওই ব্যক্তির দিকে চোখ তুলেও তাকাবেন না, যে অহংকার ও বড়ত্বের বশীভূত হয়ে কাপড় হিঁচড়ে চলে। [আবু দাউদ শরিফ, ইবনে মাজাহ শরিফ]
মহান আল্লাহ আমাদের সকল পুরুষকে অহংকারমুক্ত হয়ে টাখনুর উপরে সবসময় কাপড় পড়ার তৌফিক দান করুন।-আমিন