আপত্তিকর শ্যুট দিতে বলায় এবং চেঁচিয়ে কথা বলায় পরিচালকের উপর ক্ষেপে ছবিই
ছাড়লেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ছবির নাম ‘বাবুমশাই বন্দুকবাজ’।
নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবিটির পরিচালনায় রয়েছেন কুশন নন্দী।
জানা গেছে, চিত্রাঙ্গদা তখন একটি উত্তেজক দৃশ্যের শ্যুট দিচ্ছেলেন। দৃশ্যটা এমন যে, নায়িকাকে জোর করে খাটে এনে ফেলবে নায়ক। সেইভাবেই শ্যুট দিলেন নায়িকা। কিন্তু ফার্স্ট টেকে খুশি হলেন না ছবির পরিচালক কুশন নন্দী। জোরে চেঁচিয়ে তিনি নায়িকাকে আরো আপত্তিকরভাবে দৃশ্যটা শ্যুট দিতে বললেন। ব্যস, তাতেই চটে গেলেন নায়িকা। বললেন, ‘এটা একজন মহিলাকে অপমান করা।’
ক্ষেপে গিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘কী করে আপনি চেঁচিয়ে সবার সামনে এই কথাটা বলতে পারলেন! পরিচালক কুশন জবাবে বলেন, ঠিক আছে ভিতরে এসো বলছি। এই কথা শুনে আরো রেগে যান চিত্রাঙ্গদা। বলেন, ‘সবাই তো শুনেই ফেলেছে। নিজেকে তুমি কী ভাবো কুশন?’
এ কথা বলেই সেট ছেড়ে চলে যান চিত্রাঙ্গদা। পরে বন্ধু তথা ছবির নায়ক নওয়াজকে ফোন করে চিত্রাঙ্গদা জানিয়ে দেন, তিনি আর এই ছবিতে অভিনয় করবেন না। তবে কুশন নন্দী চিত্রাঙ্গদা সিংকে মিথ্যবাদী বলে অভিযুক্ত করেছেন। তার পাল্টা অভিযোগ, ‘প্রথম থেকেই চিত্রাঙ্গদা সিং চিত্রনাট্য অনুযায়ী কাজ করতে চাইছিলেন না, নিজের মতো করে চিত্রনাট্য বদল করে আসছিলেন। এমনকি, ছবির একটা গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন।
চিত্রাঙ্গদার জায়গায় এই চরিত্রের জন্য সাওয়ারা ভাস্করকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু 'রঞ্ঝনা', 'তন্নু উইডস মন্নু'-র মত সিনেমায় অভিনয় করা সাওয়ারা এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন।
এই অ্যাকশন থ্রিলার সিনেমায় আরো অভিনয় করছেন কলকাতার প্রসেনজিত্ চ্যাটার্জি, টোটা রায় চৌধুরী এবং রূপা গাঙ্গুলিরাও।
জানা গেছে, চিত্রাঙ্গদা তখন একটি উত্তেজক দৃশ্যের শ্যুট দিচ্ছেলেন। দৃশ্যটা এমন যে, নায়িকাকে জোর করে খাটে এনে ফেলবে নায়ক। সেইভাবেই শ্যুট দিলেন নায়িকা। কিন্তু ফার্স্ট টেকে খুশি হলেন না ছবির পরিচালক কুশন নন্দী। জোরে চেঁচিয়ে তিনি নায়িকাকে আরো আপত্তিকরভাবে দৃশ্যটা শ্যুট দিতে বললেন। ব্যস, তাতেই চটে গেলেন নায়িকা। বললেন, ‘এটা একজন মহিলাকে অপমান করা।’
ক্ষেপে গিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘কী করে আপনি চেঁচিয়ে সবার সামনে এই কথাটা বলতে পারলেন! পরিচালক কুশন জবাবে বলেন, ঠিক আছে ভিতরে এসো বলছি। এই কথা শুনে আরো রেগে যান চিত্রাঙ্গদা। বলেন, ‘সবাই তো শুনেই ফেলেছে। নিজেকে তুমি কী ভাবো কুশন?’
এ কথা বলেই সেট ছেড়ে চলে যান চিত্রাঙ্গদা। পরে বন্ধু তথা ছবির নায়ক নওয়াজকে ফোন করে চিত্রাঙ্গদা জানিয়ে দেন, তিনি আর এই ছবিতে অভিনয় করবেন না। তবে কুশন নন্দী চিত্রাঙ্গদা সিংকে মিথ্যবাদী বলে অভিযুক্ত করেছেন। তার পাল্টা অভিযোগ, ‘প্রথম থেকেই চিত্রাঙ্গদা সিং চিত্রনাট্য অনুযায়ী কাজ করতে চাইছিলেন না, নিজের মতো করে চিত্রনাট্য বদল করে আসছিলেন। এমনকি, ছবির একটা গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন।
চিত্রাঙ্গদার জায়গায় এই চরিত্রের জন্য সাওয়ারা ভাস্করকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু 'রঞ্ঝনা', 'তন্নু উইডস মন্নু'-র মত সিনেমায় অভিনয় করা সাওয়ারা এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন।
এই অ্যাকশন থ্রিলার সিনেমায় আরো অভিনয় করছেন কলকাতার প্রসেনজিত্ চ্যাটার্জি, টোটা রায় চৌধুরী এবং রূপা গাঙ্গুলিরাও।