বক্তা শামা
সিকান্দর।
অনেকেই তাঁর
নাম শুনে
ঠিক মনে
করতে পারবেন
না।
মুখ দেখলে
চিনতে পারেন। বছর
খানেক আগে
বেশ কয়েকটি
ভারতীয় সিরিয়ালে
মুখ দেখিয়েছেন
শামা।
সম্প্রতি মুক্তি পেয়েছে শৈলেন্দ্র সিংয়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সেক্সাহলিক’ যাতে শমা একজন কামার্ত নারীর চরিত্রে অভিনয় করেছেন। ইংরেজিতে যাকে বলে ‘নিমফোম্যানিয়াক’। এমন চরিত্রে অভিনয় করা যে যথেষ্ট কঠিন তা বলার অপেক্ষা রাখে না। শমা নিজেও বলেন সে কথা।
তিনি বলেন, ‘চরিত্রটি করার জন্য আমায় প্রচুর পর্ন দেখতে হয়েছে। সঙ্গে অনেক গবেষণাও করেছি। তাতে দেখেছি, আসলে এটা একটা রোগ। এতে অনেকেই ভোগেন, তবে সামনে কথা বলে সেটা থেকে বেরিয়ে আসতেই যত সমস্যা।
সেক্স নিয়ে এত ট্যাবু, যে তা নিয়ে কেউ আলোচনা করতে চান না। তাই সঠিক চিকিত্সা র অভাবে প্রচুর মানুষ ভুগছেন।’ সিরিয়াল ছেড়ে এমন একটি বোল্ড চরিত্রে অভিনয় কেন করলেন? উত্তরে তিনি বলেন, ‘এ রকম চরিত্র জীবনে একবারই আসে।
আমি এই সুযোগ ছাড়তে চাইনি। আমি একজন অভিনেত্রী। যে কোনও চরিত্র ফুটিয়ে তোলাই আমার কাজ। আর এমন চরিত্রে অভিনয় করা খুব চ্যালেঞ্জিং।
সম্প্রতি মুক্তি পেয়েছে শৈলেন্দ্র সিংয়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সেক্সাহলিক’ যাতে শমা একজন কামার্ত নারীর চরিত্রে অভিনয় করেছেন। ইংরেজিতে যাকে বলে ‘নিমফোম্যানিয়াক’। এমন চরিত্রে অভিনয় করা যে যথেষ্ট কঠিন তা বলার অপেক্ষা রাখে না। শমা নিজেও বলেন সে কথা।
তিনি বলেন, ‘চরিত্রটি করার জন্য আমায় প্রচুর পর্ন দেখতে হয়েছে। সঙ্গে অনেক গবেষণাও করেছি। তাতে দেখেছি, আসলে এটা একটা রোগ। এতে অনেকেই ভোগেন, তবে সামনে কথা বলে সেটা থেকে বেরিয়ে আসতেই যত সমস্যা।
সেক্স নিয়ে এত ট্যাবু, যে তা নিয়ে কেউ আলোচনা করতে চান না। তাই সঠিক চিকিত্সা র অভাবে প্রচুর মানুষ ভুগছেন।’ সিরিয়াল ছেড়ে এমন একটি বোল্ড চরিত্রে অভিনয় কেন করলেন? উত্তরে তিনি বলেন, ‘এ রকম চরিত্র জীবনে একবারই আসে।
আমি এই সুযোগ ছাড়তে চাইনি। আমি একজন অভিনেত্রী। যে কোনও চরিত্র ফুটিয়ে তোলাই আমার কাজ। আর এমন চরিত্রে অভিনয় করা খুব চ্যালেঞ্জিং।