শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

ঢাকায় কারিনার ‘বলিউড কুইন নাইট’

ভরা শীতে প্রথমবারের মতো ঢাকা মাতাতে আসছেন বলিউডের হার্টথ্রব অভিনেত্রী কারিনা কাপুর। ১২ ফেব্রুয়ারি ‘বলিউড কুইন নাইট’ শীর্ষক অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠানটির আয়োজন করেছে অন্তর শোবিজ।
জানা গেছে, কারিনার পাশাপাশি সঙ্গীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুরও থাকছেন অনুষ্ঠানে। এদিকে আগামী ২৯ জানুয়ারি ‘বিগ শো’ শীর্ষক আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে কারিনার ঢাকায় আসার কথা। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হ্ওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ‘ত্রিদেশীয় বিগ শো’ শীর্ষক কনসার্টে কারিনার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে আসেননি। ওই কনসার্টে অংশ নেন বলিউড সুপারস্টার সালমান খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, শান, প্রিতম প্রমুখ।