মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

কাল সকালে শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। রায়ে নিজামীর সর্বোচ্চ শাস্তি বহাল রাখার দাবিতে কাল সকাল ৮টা থেকে শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জানুয়ারি আপিল বিভাগ কর্তৃক যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মামলার চূড়ান্ত রায় প্রদানের তারিখ নির্ধারিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতে ইসলামীর সাবেক আমির  যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিলেন। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে একাত্তরের ঘাতক আলবদর বাহিনীর প্রধান এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় বহাল থাকবে, এমনটাই প্রত্যাশা গণজাগরণ মঞ্চের।