এফডিসির চার
নম্বর ফ্লোরে নতুন
এক ছবির সেট। ছবির
নাম ‘ক্লাব ডি’। মাহমুদুল হক
রাজিবের কাহিনীতে এ
ছবির সংলাপ, চিত্রনাট্য ও
পরিচালনা করছেন মিজানুর রহমান
লাবু।
নির্মাতা মিজানুর রহমান
লাবু বলেন, রুম্পার পোশাক
ডিজাইনে এ ছবির
একটি আইটেম গানে
অংশ নিয়েছেন এ
ছবির অভিনয়শিল্পী। এ ছবির
একটি আইটেম গানের
দৃশ্যায়ন চলছে। সেটটি ডিজাইন
করেছেন এসকে রানা।
জোজোর
কন্ঠে এ গানটি
আমার লেখা। গানটির
সংগীত পরিচালনা করেছেন
প্রসেনজিত চক্রবর্তী। ভিন্ন
আঙ্গিকে গানটি চিত্রায়ন করার
চেষ্টা করেছি। আশা
করি, গানটি সবশ্রেনীর দর্শকরা পছন্দ
করবেন। গানটির প্রথম
লাইন হলো ‘ফুর্তি
ফুর্তি আজ ফুর্তি
সারারাত বাকিসব কিছু
যাক গোল্লাায় যাক’। এ গানটির
কোরিওগ্রাফি করেছেন হাবিব।
পজিটিভ
সিস্টেমস অ্যান্ড সাপোর্টস প্রযোজিত এ
ছবিতে অভিনয় করছেন
নবাগত নায়ক শিবলী
নওমান, রাতাশ্রী দত্ত
(কলকাতা), শিমুল খান,
রহমতউল্লাহ, আলীরাজ, শায়েরী। এবং
আইটেম গানে পারফর্ম করেছেন
স্টানিং মিতু।