রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

কয়েকবার হাড় ভেঙেছিল ক্যাটরিনার ৷

লিউডে ব্যাপক জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন ক্যাটরিনা কাইফ আর এই জনপ্রিয় নায়িকাকে একেবারে আক্ষরিক অর্থেই হাড়ভাঙা নাচরে দেখা গিয়েছেফিতুরছবিরপশমিনাগানে৷ যে নাচ দেখে সারা বলিউড নায়িকাকে সাবাসি জানিয়েছেন তা করতে গিয়ে বেশ কয়েকবার হাড় ভেঙেছিল ক্যাটরিনার৷ এতদিনে সে কথা মুখ ফুটে বললেন তিনি৷
বলিপাড়ায় নাচ নিয়ে তাঁর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই৷ ধুমের কামলি বা অগ্নিপথের শিলা হয়ে তিনি তা প্রমাণ করে দিয়েছেন৷পশমিনাগানে যেন নিজের মাত্রাকেই নিয়ে ছাপিয়ে গিয়েছেন তিনি৷ সঙ্গী ছিলেন আদিত্য রায় কাপুর৷ পেন্টিং-প্যাশন আর ডান্স মিলেমিশেপশমিনাতো নামের মতোই সুন্দর হয়ে উঠেছে৷ কিন্তু নেপথ্য কাহিনিটা ঠিক ততোটাই সুন্দর নয়৷ অন্তত ক্যাটরিনা নায়ক আদিত্য রায় কাপুরের জন্য তো নয়ই৷ কেননা গানের নাচের জন্যই বেশ কয়েকবার চোট পেয়েছেন দুজনে৷ এমনকি বারকয়েক পায়ের হাড় ভেঙেছে বলেও সম্প্রতি জানিয়েছেন ক্যাটরিনা৷
হাড়ভাঙা পরিশ্রমের ফলটি অবশ্য চমৎকার৷ফিতুরছবির মুক্তি পাওয়া প্রথম গানটি যদি অরিজিৎ সিংয়েক কণ্ঠের দাপটে জনপ্রিয়তা আদায় করে, তবে দ্বিতীয় গানটির ইউএসপি অবশ্যই ক্যাটরিনার নাচ৷ পরপর ফ্লপের ধাক্কায় বেশ কাহিল ক্যাটরিনা৷ হাড় ভাঙা পরিশ্রমে যদি সাফল্য আসে মন্দ কী! পর্দায় ক্যাটরিনার করিশমা দেখা যাবে ১২ ফেব্রুয়ারী থেকে৷