খুলানায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচ
জিম্বাবুয়েকে ৪২ রানে
হারিয়ে ২-০
তে সিরিজে লিড
নিল বাংলাদেশ। টসে জিতে
প্রথমে ব্যাট করে
২০ ওভারে ৩
উইকেটে ১৬৭ রান
করে বাংলাদেশ। জবাবে ব্যাট
করতে নেমে ২০
ওভারে ৮ উইকেটে
১২৫ রানে থামে
জিম্বাবুয়ের ইনিংস।
ম্যাচ
সেরা হয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান।
১ উইকেটে ৭৫
রান থেকে যখন
৩ উইকেটে ৭৬
রানে পরিণত হয়
বাংলাদেশ তখন সাব্বির রহমান
ক্রিজে আসেন। দারুণ
ব্যাটিং করে চাপে
থাকা বাংলাদেশের ইনিংসের রানের
চাকা সচল রাখেন
সাব্বির। ৩০ বলে
৪৩ রানে অপরাজিত থাকেন
সাব্বির। বল হাতেও
দারুণ করেন সাব্বির। ৫০
রানের উদ্বোধনী জুটি
ভাঙ্গেন মাশরাফি।
এরপর
গত ম্যাচের ম্যান
অফ দ্যা ম্যাচ
মাসাকাদজাকে সাজঘরে ফেরান
সাব্বির। নিজের দ্বিতীয় ওভারে
মুতুম্বামির উইকেটটিও তুলে
নেন সাব্বির। মুস্তাফিজের করা
শেষ ওভারে মুস্তাফিজ পাঁচ
বল করে আঘাত
পেয়ে মাঠ ছাড়লে
শেষ বলেও ১টি
উইকেট তুলে নেন
সাব্বির। ব্যাট হাতে
৩০ বলে ৪৩
রান ও বল
হাতে ১১ রানে
৩ উইকেট নেওয়ায়
ম্যাচ সেরা হয়েছেন
সাব্বির রহমান।