শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

অনিচ্ছাকৃত শরীরী খেলায় জেরিন


এত দিন পরে বলিউডে ফিরে জোর-জবরদস্তির শিকার হলেন অভিনেত্রী জেরিন খান! তিনি না চাইলেও তাঁর দুর্বলতার সুযোগ নিল এক ক্ষমতাশালী পুরুষ! এই জোর-জবরদস্তির ব্যাপারটা অবশ্য পুরোটাই চিত্রনাট্যনির্ভর! পরিচালক বিশাল পাণ্ডে তাঁর ছবি হেট স্টোরি থ্রির চিত্রনাট্য সাজিয়েছেন ওই ভাবেই!

ছবির গল্পে দেখা যাবে, এক ক্ষমতাশালী পুরুষ জেরিনের জন্য পাগল! তার লালসা এক সময়ে বিপদের মুখে ফেলে জেরিনের সুখী দাম্পত্যকে। বাধ্য হয়ে, আর কোনো রাস্তা খোলা না দেখে জেরিনকে যেতেই হয় সেই পুরুষটির কাছে।

তারপর? একা বাড়িতে স্বাভাবিক ভাবেই সেই পুরুষটির সঙ্গে জেরিনের স্বচ্ছন্দ বোধ না করারই কথা! সেই অস্বাচ্ছন্দ্যের দরুণ সে বেছে নিলেন নেশার পথ! আর, পুরুষটি জেরিনকে নিয়ে গেল শরীরী ভালবাসার দিকে।