‘মিস আর্থ ২০১৬’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিন বিভাগে সেরা
হয়েছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। গতকাল রাতে জমকালো আয়োজনে
জ্যামাইকার ‘গ্র্যান্ড প্লাটিনাম জ্যামাইকা রিসোর্ট অ্যান্ড স্পা’ নামক
অবকাশযাপন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সেরা পাঁচ
নিয়ে আয়োজন করা হয় এ পর্ব। আর এ আয়োজনে প্রিয়তি ‘মিস কমপেশোনেট ২০১৫’, ‘মিস
ফিটনেস’ এবং ‘বেস্ট গাউন’ বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন। এ তিন বিভাগে
সেরা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রিয়তি বলেন, এত প্রতিযোগীর মাঝে
সেরা পাঁচে জায়গা করে নেয়াটাই আমার জন্য বড় একটি ব্যাপার ছিল। এরপর চূড়ান্ত
পর্বে ‘মিস আর্থ ২০১৬’ হতে পারিনি, কিন্তু তিন বিভাগে সেরা হয়েছি। এটা
আমার জন্য ভাললাগার একটা বিষয়। আমি অনেক হ্যাপি এ প্রতিযোগিতায় অংশ নিয়ে।
সামনেও যেন এভাবেই সবার প্রত্যাশা পূরণ করতে পারি তার জন্য দোয়া করবেন।
এদিকে এর আগে ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড হওয়ার গৌরব অর্জন করেন প্রিয়তি। গত
এক বছর ধরেই তিনি ‘মিস আর্থ ২০১৬’ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রিয়তির জন্ম ঢাকার ফার্মগেটে। ১৪ বছর আগে তিনি পাড়ি জমিয়েছেন
আয়ারল্যান্ডে। পড়াশোনা শেষ করে বৈমানিক হিসেবে সেখানেই কর্মরত আছেন তিনি।