শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

সফর স্থগিতের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার ‘বাড়াবাড়ি’: পাকিস্তান



অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। তারপরও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ার এই সফর স্থগিত করার বিষয়টিকে ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহারিয়ার খান। তার মতে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলগুলো নিরাপত্তার ব্যাপারে একটু বেশিই ‘বাড়াবাড়ি’ করে থাকে।
“সন্ত্রাসবাদের আশঙ্কা থাকতে পারে। কিন্তু তাদেরকে বাংলাদেশি, ভারতীয়, শ্রীলঙ্কান ও পাকিস্তানিদের প্রতি আস্থা রাখতে হবে। আমরা তাদের শতভাগ নিরাপত্তা দিয়ে থাকি,” বলেন শাহারিয়ার খান।