শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

‘মেন্টাল’ চলচ্চিত্রের শুটিং এ পড়শি

2015_10_15_18_35_39_m50v7BfLAdEggJACogedT8Ysy1E2l1_originalআগেই ঘোষনা দেয়া হয়েছিলো, ‘মেন্টাল’ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা মিলবে সংগীতশিল্পী পড়শীর। সে অনুযায়ী গত ৯ অক্টোবর ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। নতুন খবর হলো, বুধ ও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশিত বেশ কিছু ছবিতে নতুন রূপে দেখা মিলেছে পড়শীর।
সম্প্রতি শামীম আহমেদ রনি পরিচালনায় ব্যাংককে শুরু হয়েছে ‘মেন্টাল’ চলচ্চিত্রের শুটিং। আর এতে অংশ নিতে গত ৯ অক্টোবর সেখানে পৌঁছান সংগীতশিল্পী পড়শী। গতকাল বুধবার ‘মন নাজেহাল, মন বেসামাল, প্রেমেতে মাতাল’ শিরোনামে একটি গানের চিত্রধারন করা হয়। ভারতীয় সংগীতশিল্পী শানের সঙ্গে গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি পারর্ফমও করেছেন পড়শী।
গানটির চিত্রধারণের জন্য পড়শীকে নতুন ভাবে উপস্থাপন করেছেন নির্মাতা। চলচ্চিত্রের নায়িকাদের মতো এই সংগীতশিল্পীকে গ্ল্যামারাস লুক দেয়ার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, ‘মেন্টাল’ ছবিতে শাকিব খানে বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।