চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এলাকায় রওশন আরা(৬০) নামে এক মহিলাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার ছেলে জহিরুল হক সবুজ (২২)।
মঙ্গলবার রাত ৮টার দিকে চান্দগাঁও থানার মোহরায় কামাল টাওয়ারে এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল হক জানান, সবুজ ক্যান্সারের রোগী ছিলেন এবং মানসিক অবসাদ থেকে মাকে খুন করেছেন। ঘটনার পর থেকে সবুজ পলাতক। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়।