প্রায় ১০ মাস বন্ধ থাকার পর ফের ভারতীয়
টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা যাবে প্রাপ্তবয়স্কদের (এ্যাডাল্ট) সিনেমা।
ফিল্ম ইন্ডাস্ট্রি ও সম্প্রচার সংস্থাগুলির ক্রমাগত দাবির পরিপ্রেক্ষিতে এ
বিষয়ে নমনীয় হতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। তবে এবার কিছুটা রাখঢাকের সঙ্গে
এ সব বড়দের সিনেমা ছোটপর্দায় দেখানো হবে। আর বিতর্কিত দৃশ্য কাটছাঁটের
বিষয়টি প্রযোজকদের ওপর ছেড়ে দিয়েছে সেন্সর বোর্ড।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম
সার্টিফিকেশনের চেয়ারম্যান পাহলাজ নিহালানি জানিয়েছেন, ‘A সার্টিফিকেট আছে
এমন ফিল্ম টেলিভিশনে দেখানোর ক্ষেত্রে কিছু কাটছাঁট প্রয়োজন। কাটছাঁটের
বিষয়টি মুভির প্রযোজকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা নিজেরা স্বেচ্ছায় এ
বিষয়ে যা করার করবেন। প্রযোজক ও সম্প্রচার সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে
বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কাটছাঁটের পর সেন্সর বোর্ড ওই মুভিগুলি টেলিভিশনে দেখানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।