বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

সুপার কম্পিউটার দেবে মৃত্যুর পূর্বাভাস!

স্টিভ হরঞ্জসুপার কম্পিউটার দিয়ে দ্রুত জটিল হিসাব করা সম্ভব। তাই বলে মৃত্যুর পূর্বাভাস দেওয়া? যুক্তরাষ্ট্রের গবেষকেরা দাবি করেছেন, তাঁরা একটি সুপার কম্পিউটার তৈরি করেছেন যার সাহায্যে রোগীর মারা যাওয়ার পূর্বাভাস ৯৫ শতাংশ নিখুঁতভাবে দেওয়া সম্ভব।
বোস্টনের দ্য বাথ ইসরায়েল ডিকনেস মেডিক্যাল সেন্টারে এই সুপার কম্পিউটারটি রয়েছে। এখানকার বিশেষজ্ঞরা রোগীর পর্যবেক্ষণে ব্যবহৃত চিকিৎসা যন্ত্রের সঙ্গে সুপার কম্পিউটারের সিস্টেম যুক্ত করে দেন।
তাঁদের দাবি, এতে সরাসরি চিকিৎসকের তুলনায় আরও উন্নতভাবে রোগ নির্ণয় করা যায়। কারণ, সুপার কম্পিউটারের সঙ্গে গত ৩০ বছরের আড়াই লাখ রোগীর তথ্য যুক্ত করা হয়েছে। এতে তথ্য বিশ্লেষণ করে দ্রুত রোগ নির্ণয় করা যাবে। গতকাল সোমবার দ্য মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সুপারকম্পিউটার দ্রুত রোগ নির্ণয়ের এই সক্ষমতা অনেক জীবন বাঁচিয়ে দিতে পারে এবং রোগী কখন মারা যেতে পারে তারও পূর্বাভাস জানিয়ে দিতে পারে।
বিবিসিকে এই হাসপাতালের চিকিৎসক স্টিভ হরঞ্জ বলেন, ‘চিকিৎসকেদের পরিবর্তে এই সুপার কম্পিউটার ব্যবহারের উদ্দেশ্য নয় বরং এই কৃত্রিম বুদ্ধিমান যন্ত্র রোগীর সুচিকিৎসায় চিকিৎসকেদের সক্ষমতা বাড়বে।’

এটি কীভাবে কাজ করে?চিকিৎসকেরা এই হাসাপাতালের রোগীদের সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দেন। এই সুপার কম্পিউটার তখন রোগীর তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করতে থাকে। রোগীর অবস্থা প্রতি তিন মিনিট অন্তর পর্যবেক্ষণ করে এটি। অক্সিজেনের মাত্রা থেকে শুরু করে, রক্তচাপসহ সব ধরনের দরকারি তথ্য তিন মিনিট পর পর চিকিৎসককে জানাতে পারে।
চিকিৎসক স্টিভ হরঞ্জ বলেন, ‘রোগী সম্পর্কে আমাদের যা যা জানার দরকার পড়ে সব জানাতে পারে এটি। যখন কম্পিউটার রোগীর মৃত্যু নিয়ে নেতিবাচক পূর্বাভাস দেয় তখন চিকিৎসকেরা রোগীর মৃত্যুর ব্যাপারে ৯৬ শতাংশ নিশ্চিত করতে পারেন।’
এই কম্পিউটার নেতিবাচক রিপোর্ট দিলে তার এক মাসের মধ্যেই রোগী মারা যাওয়ার আশঙ্কা থাকে বলে দাবি করেন স্টিভ হরঞ্জ।