রবিবার দুপুর থেকে রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্পে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হজক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের কক্ষে আলোচনার জন্য যান বাবুল হাসান। এ সময় হজবঞ্চিতরা তাদের দুজনকেই অবরুদ্ধ করে রাখে।
এ সময় কক্ষের বাইরে অবস্থানরতরা হজে যাওয়ার ব্যবস্থা করে দিতে সরকারের কাছে দাবি জানান।
আজই পবিত্র হজের শেষ ফ্লাইট রয়েছে। ভিসা ও টিকিট জটিলতায় এবারো বেশ কয়েকশ’ ব্যক্তি হজে যেতে পারেননি।