শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

অন্তর্বাসে সেলেনার সেক্সি সেলফি

maxresdefault ভক্তদের উদ্দেশ্যে নিজের সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রায় সকল তারকা- সেলফির এই রমরমা যুগে ভক্তদের কাছাকাছি থাকতে এরচে ভালো মাধ্যম আর হয় না! তবে সম্প্রতি এক সেলফি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন সেলেনা গোমেজ।
২১ বছর বয়সী এই পপ সেনসেশন কাপড় বদলানোর ঘর কিংবা বাথরুমে দাড়িয়ে নিজের ছবি তোলেন মোবাইলে, পোস্ট করেন টুইটারে। ছবিতে তার ছাপা পেন্টি টেনে নিচে নামিয়েছেন ‘সেক্সি’ লুকের জন্য, সাদা ছোট ট্যাংটপেও বেশ খোলামেলা তিনি।
এই ছবি নিয়েই শুরু হয়েছে হৈ চৈ। হবে না কেন! ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মর্নিং’। তারকার কাছ থেকে এমন আবেদময় সকালের আমন্ত্রনে ভক্তরা একটু তো হৈ চৈ করবেই।