পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাবাকে হত্যার পর ছেলে আত্মহত্যা করেছে।
সোমবার বিকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাপিতখালী গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
আব্দুল জলিল (৬০) ও তার ছেলে স্থানীয় মিরুখালী কলেজের একাদশ শ্রেণির ছাত্র
মো, জহির (১৭)।
পুলিশ জানায়, বিকাল চারটার দিকে নাপিতখালী গ্রামের বাড়িতে আব্দুল জলিল স্ত্রীকে কুপিয়ে জখম করেন। এসময় ছেলে জহির মাকে কুপিয়ে আহত করার জন্য ধারালো অস্ত্র দিয়ে জলিলকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে এক কিলেমিটার দূরে মিরুখালী গ্রামের নূরু ডাক্তার বাড়ির একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে জহির আত্মহত্যা করে।
তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, জলিলের একাধিক স্ত্রী রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকা- ঘটেছে। মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বিকাল চারটার দিকে নাপিতখালী গ্রামের বাড়িতে আব্দুল জলিল স্ত্রীকে কুপিয়ে জখম করেন। এসময় ছেলে জহির মাকে কুপিয়ে আহত করার জন্য ধারালো অস্ত্র দিয়ে জলিলকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে এক কিলেমিটার দূরে মিরুখালী গ্রামের নূরু ডাক্তার বাড়ির একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে জহির আত্মহত্যা করে।
তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, জলিলের একাধিক স্ত্রী রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকা- ঘটেছে। মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।