রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

রাজধানীতে কিশোরী গণধর্ষণের শিকার

প্রেমিকের সঙ্গে ঢাকায় বেড়াতে এসে কাওরানবাজারের বস্তিতে এক তরুণী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীর প্রেমিক গা-ঢাকা দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ওই কিশোরী ময়মনসিংহের ত্রিশাল থেকে তার এক বয়ফ্রেন্ডকে নিয়ে কাওরানবাজারের বস্তির পাশে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। কাওরানবাজারের বস্তির একটি ঘরে চার পাঁচজন বখাটে ওই কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী টহল পুলিশের একটি দলকে বিষয়টি জানায়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ওই কিশোরী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। বস্তির কোথায় তাকে ধর্ষণ করা হয়েছে তা পুলিশকে সে বলতে পারছে না। তার প্রেমিকও উধাও হয়ে গেছে। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।