এই দুই নারীর মধ্যে যে লড়াই চলছে তা একটু
ভিন্ন। আর সেই ভিন্ন লড়াইয়ে বিয়ন্সেকে হারিয়ে দিয়েছেন কিম কার্দাশিয়ান।
লড়াইটা ছিল ভক্তদের বশ করা।
এত দিন পর্যন্ত চার কোটি ৩৯ লাখ ফলোয়ার নিয়ে সেরার জায়গাটি নিজের দখলে রেখেছিলেন বেয়ন্সে। সেই সংখ্যা টপকে গিয়ে ‘ফার্স্ট পজিশন’ এ এখন কিম। তার ফলোয়ার সংখ্যা চার কোটি ৪২ লাখেরও বেশি। ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যায় বিয়ন্সেকে এ বার হারিয়েই দিলেন কিম।
এত দিন পর্যন্ত চার কোটি ৩৯ লাখ ফলোয়ার নিয়ে সেরার জায়গাটি নিজের দখলে রেখেছিলেন বেয়ন্সে। সেই সংখ্যা টপকে গিয়ে ‘ফার্স্ট পজিশন’ এ এখন কিম। তার ফলোয়ার সংখ্যা চার কোটি ৪২ লাখেরও বেশি। ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যায় বিয়ন্সেকে এ বার হারিয়েই দিলেন কিম।