গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্র চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল তার বাসায় খুন হয়েছেন শুক্রবার দুপুরে।
কিন্তু ভারতীয় একটি অনলাইন পত্রিকায় ‘নিলয়'-এর মৃত্যু নিয়ে ঘটনার প্রায় তিন মাস আগে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে!
ইংরেজি ভাষার ওই নিবন্ধ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
‘ডেইলি ও’ নামের ভারতীয় অনলাইন পত্রিকাটিতে গত ১৪ মে প্রকাশিত নিবন্ধটির শিরোনাম হচ্ছে- ‘Niloy, Avijit, Ananta. Is Bangladesh becoming Pakistan?’
ওয়েবসাইটে নিবন্ধের শুরুতেই এটির প্রকাশের তারিখ স্পষ্ট উল্লেখ করা আছে 14-05-2015'।
নিবন্ধটির লেখক কমলেশ সিং।
নিবন্ধের শিরোনামে খুন হওয়া ব্লগার অভিজৎ রায় এবং অনন্ত বিজয় দাশের নামের সাথে নিলয়ের নাম
যোগ করে বোঝানো হয়েছে বাংলাদেশে কার্যত হিন্দু ধর্মাবলম্বী ব্লগারই হত্যার শিকার হচ্ছেন।
সামাজিক গণমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, ৭ আগস্ট খুন হওয়া নিলয়ের নাম তিন মাস আগে প্রকাশিত একটি নিবন্ধে থাকে কিভাবে?
লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে, শিরোনামে নিলয়ের নাম থাকলেও পুরো নিবন্ধের কোথাও তার হত্যার বিবরণ নিয়ে কোনো কথা নেই। অথচ শিরোনামে উল্লিখিত অন্য দুই ব্লগারসহ একই রকম ঘটনায় বাংলাদেশে খুন অন্য ব্লগারদের হত্যার বিবরণও রয়েছে।
সূত্র : আরটিএনএন
কিন্তু ভারতীয় একটি অনলাইন পত্রিকায় ‘নিলয়'-এর মৃত্যু নিয়ে ঘটনার প্রায় তিন মাস আগে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে!
ইংরেজি ভাষার ওই নিবন্ধ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
‘ডেইলি ও’ নামের ভারতীয় অনলাইন পত্রিকাটিতে গত ১৪ মে প্রকাশিত নিবন্ধটির শিরোনাম হচ্ছে- ‘Niloy, Avijit, Ananta. Is Bangladesh becoming Pakistan?’
ওয়েবসাইটে নিবন্ধের শুরুতেই এটির প্রকাশের তারিখ স্পষ্ট উল্লেখ করা আছে 14-05-2015'।
নিবন্ধটির লেখক কমলেশ সিং।
নিবন্ধের শিরোনামে খুন হওয়া ব্লগার অভিজৎ রায় এবং অনন্ত বিজয় দাশের নামের সাথে নিলয়ের নাম
যোগ করে বোঝানো হয়েছে বাংলাদেশে কার্যত হিন্দু ধর্মাবলম্বী ব্লগারই হত্যার শিকার হচ্ছেন।
সামাজিক গণমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, ৭ আগস্ট খুন হওয়া নিলয়ের নাম তিন মাস আগে প্রকাশিত একটি নিবন্ধে থাকে কিভাবে?
লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে, শিরোনামে নিলয়ের নাম থাকলেও পুরো নিবন্ধের কোথাও তার হত্যার বিবরণ নিয়ে কোনো কথা নেই। অথচ শিরোনামে উল্লিখিত অন্য দুই ব্লগারসহ একই রকম ঘটনায় বাংলাদেশে খুন অন্য ব্লগারদের হত্যার বিবরণও রয়েছে।
সূত্র : আরটিএনএন