বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা মোতাহার আলীকে হত্যার দায়ে ছেলে বাদশা’র মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বেলা ১১টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা মোরেলগঞ্জ উপজেলার মানিকজোর গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি মোতাহার আলী তার ছেলে বাদশা গাজীকে ওষুধ আনতে বলেন। ওষুধ না আনায় ওই দিন দুপুরে মোতাহার আলী ছেলেকে বাকাবকি করেন। এ সময় বাদশা দা দিয়ে বাবার মাথায় কোপ দেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ওই দিনই মোতাহার গাজীর ছোট ছেলে আবদুল হক গাজী বাদী হয়ে বাদশাকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। ২০১০ সালের ২৯ জুন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গৌতম দাস আদালতে চার্জশিট দাখিল করেন। এর ৫ বছর পর আদালত রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত বাদশা গাজী পালাতক রয়েছেন।