পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎ স্পর্শে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঈশ্বরদী পৌর শহরের
ফতে মোহাম্মদপুর টাঙ্কির মোড় এলাকার আইনুল হকের স্ত্রী নাজু খাতুন (৫০) ও
তার মেয়ে তারানা খাতুন (২০)। এলাকাবাসী জানায়, ঘটনার সময় গুড়ি গুড়ি বৃষ্টির
মধ্যে বাড়ির আঙ্গিনায় তারের উপর কাপড় শুকাতে দেওয়ার সময় অসাবধানতাবশতঃ
বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় মা নাজু খাতুন ও মেয়ে তারানা। সে সময় অনেকক্ষণ
বিদ্যুতায়িত হয়েছিলেন তারা। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত
ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ
বিদ্যুৎস্পর্শে মা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।