কম্পিউটার হ্যাকাররা কত মজার ঘটনাই না ঘটিয়ে থাকেন। তেমনই এক মজার ঘটনা
হ্যাকাররা ঘটিয়েছেন ব্রাজিলের এক জনাকীর্ণ বাস স্টেশনে। বাস যাওয়া আসার
তথ্য দেখানো টিভি পর্দায় হঠাৎ হার্ডকোর পর্নোগ্রাফি দেখানো শুরু হয়ে
যায়। খবর দ্য মিরর অনলাইনের।
পাবলিক প্লেসে এমনটা আসা করেনি কেউ। হঠাৎ এসব দেখে প্রশাসন অবাক। প্রায় ১৫ মিনিট ধরে চলে টিভি পর্দায় পর্নো ছবি।
গত শুক্রবার সন্ধ্যায় ব্রাজিলের কুর্টিভা শহরের বুকোইরো বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশের সাইবার দল এ ঘটনার অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছে। টিভি পর্দার আইপি এড্রেস জেনে এই কাজ করেছে হ্যাকাররা কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
এদিকে এ ঘটনার প্রমাণ রাখতে বাস যাত্রীরা স্টেশনের সেই সব পর্নো ছবির ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
পাবলিক প্লেসে এমনটা আসা করেনি কেউ। হঠাৎ এসব দেখে প্রশাসন অবাক। প্রায় ১৫ মিনিট ধরে চলে টিভি পর্দায় পর্নো ছবি।
গত শুক্রবার সন্ধ্যায় ব্রাজিলের কুর্টিভা শহরের বুকোইরো বাস স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশের সাইবার দল এ ঘটনার অপরাধীদের সনাক্ত করার চেষ্টা করছে। টিভি পর্দার আইপি এড্রেস জেনে এই কাজ করেছে হ্যাকাররা কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
এদিকে এ ঘটনার প্রমাণ রাখতে বাস যাত্রীরা স্টেশনের সেই সব পর্নো ছবির ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।